১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া জেলার ধুনট থানাধীন নিমগাছি ইউনিয়নের স্থানীয় এলাকা থেকে শিশুদের শিক্ষা ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে সোনাহাটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সহযোগিতায় উচ্চ বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় প্রখ্যাত ব্যক্তিরা হলেন প্রয়াত ডাঃ জালাল উদ্দিন আহমেদ, মরহুম আব্দুল মালেক পিকে, মরহুম আব্দুল লতিফ পিকে, মরহুম আব্দুল কাশেম মন্ডল, মরহুম ডাঃ ইসমাইল হোসেন ফকির, মরহুম সরকার নুরুল হক, মরহুম আব্দুল আকন্দ, স্বাধীনতা। যোদ্ধা মরহুম কমর উদ্দিন মন্ডল, মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ উনুচ আলী, মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম মন্ডল ও জনাব মজির উদ্দিন আহমেদ (নিমগাছি ইউনিয়নের আনুষ্ঠানিক চেয়ারম্যান)।১৯৭১ সালে প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধা মো. ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয় একজন প্রধান শিক্ষক, ছয়জন সহকারী শিক্ষক এবং একজন বাইন্ডার দিয়ে এবং মাত্র 250 জন শিক্ষার্থী নিয়ে এবং এটি 01 জানুয়ারী, 1972 তারিখে জুনিয়র সেকেন্ডারি হিসাবে স্বীকৃতি লাভ করে। তারপর স্কুলটি 1976 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত হয় এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আরও তিনজন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে। 01 জানুয়ারী, 1978 তারিখে এটি বিজ্ঞান বিভাগ খোলার অনুমোদন পায় এবং ম্যানেজিং কমিটি কর্তৃক একজন সহকারী শিক্ষক (বিজ্ঞান) নিয়োগ করা হয়। এরপর ১৯৮০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক, বিভিন্ন বিষয়ে আটজন সহকারী শিক্ষক, একজন গ্রন্থাগারিক, একজন কেরানি ও একজন বাইন্ডার রয়েছেন। ফেব্রুয়ারী/2017 এর রিকোড অনুযায়ী, এই স্কুলে 783 জন ছাত্র আছে। সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি ফলাফল চমৎকার।
Image | Name | Mobile |
---|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS